Posts

Showing posts from June, 2017

amp

অসমাপ্ত কবিতা

মননীয় সভাপতি ....।  সভাপতি কে?  কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি, আপনাকে আমি সভাপতি মানি না! তবে কি রবীন্দ্রনাথ? সুভাষচন্দ্র বসু? হিটলার?  মাও সে তুং?  না....!  কেউ না,  আমি কাউকে মানি না! আমি নিজেই সভাপতি আজকের এই মহতী সভার। মাউথপিস আমার হাতে এখন,  আমি যা বলবো... আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ,  আমার সংগ্রামী বোনেরা, ( অবশ্য আমার   প্রেমিকা আছেন  এখানে   ) আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন..... আমি কবি, রবীন্দ্রনাথ, শেক্সপীয়ার, এলিয়েটের মতো আমিও কবিতা লিখি। কবিতা আমার নেশা-পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরুময় হাতিয়ার!  আমি কবি, কবি এবং কবিই। কিন্তু আমি আর কবিতা লিখবো না । পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখবো না। তবে কি রাজনীতি করবো? কান্ট্রাক্টারঃ  পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক? পত্রিকার সাব-এডিটর? নীলক্ষেত-কলাভবনের খাতায় হাজিরা? বেশ্যার দালাল? ফ্রী স্কুল স্ট্রীটে তেল-নুন-ডালের দোকান? রাজমিস্ত্রি? মোটর ড্রাইভিং? স্মাগলিং? আন্ডারডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা? নাকি সবাইকে ব্যঙ্গ করে, বিণয়ের সব চিহ্ন-সূত্র ছিঁরে-খুঁড়ে প

Chikungunya -Fact sheet

Key facts Chikungunya is a viral disease transmitted to humans by infected mosquitoes. It causes fever and severe joint pain. Other symptoms include muscle pain, headache, nausea, fatigue and rash. Joint pain is often debilitating and can vary in duration. The disease shares some clinical signs with dengue and zika, and can be misdiagnosed in areas where they are common. There is no cure for the disease. Treatment is focused on relieving the symptoms. The proximity of mosquito breeding sites to human habitation is a significant risk factor for chikungunya. The disease mostly occurs in Africa, Asia and the Indian subcontinent. However a major outbreak in 2015 affected several countries of the Region of the Americas. Chikungunya is a mosquito-borne viral disease first described during an outbreak in southern Tanzania in 1952. It is an RNA virus that belongs to the alphavirus genus of the family Togaviridae. The name “chikungunya” derives from a word in the Kimakonde langu

Chikungunia

Chikungunia -  এস আই খান (শফিক) বাংলাদেশের প্রেক্ষাপটে চিকুনগুনিয়া ভাইরাস নিশ্চিতভাবে সনাক্ত করার স্থান হল রাজধানীর মহাখালিতে অবস্থিত রোগ তত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এই গবেষণা কেন্দ্রে ‘সেলোরজি’ পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে চিকুনগুনিয়ার ভাইরাস সনাক্ত করা সম্ভব।” ভাইরাসটি এডিস মশার মাধ্যমে ছড়ায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো মশাটি সুস্থ কাউকে কামড়ালে তার শরীরেও চিকুনগুনিয়ার সংক্রমণ ঘটে। চিকুনগুনিয়া জ্বরের লক্ষণগুলো অন্যান্য সকল ভাইরাল জ্বরের মতোই। হাড়ের জোড়ায় তীব্র ব্যথাই এই রোগের একমাত্র স্বতন্ত্র উপসর্গ। সঙ্গে মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, বমিভাব, শারীরিক দুর্বলতা, সর্দি-কাশি, র‌্যাশ ইত্যাদি তো আছেই। বেশিরভাগ ক্ষেত্রে তিন থেকে চার দিনের মধ্যে জ্বর সেরে যায়। তবে হাড়ের জোড়ের ব্যথা নাছোড়বান্দায় রূপ নেয়। ব্যথার তীব্রতাও প্রচণ্ড। ফলে রোগীর স্বাভাবিক হাঁটাচলা, হাত দিয়ে কিছু ধরা এমনকি হাত মুঠ করতেও বেশ কষ্ট হয় আর শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। উপসর্গ ও পরামর্শ: একটানা তিন দিন জ্বর ও হাড়ের জোড়ে প্রচণ্ড ব্যথা থাকলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই রোগের বিশে