Posts

Showing posts from September, 2017

amp

কাজে ফাকি দেয়া

সুযোগ পেলেই কাজে ফাকিঁ দেয়া শুধু বাঙ্গালী নয়, পৃথিবীর প্রত্যেকটি জাতিতেই এ স্বভাব বিদ্যমান। অর্থাৎ, মানুষের স্বভাবসূলভ আচরণগুলোর মধ্যে অন্যতম একটি হলো সুযোগ পেলেই  কাজে ফাকি দেয়া । তবে, অনেক দেশেই তাদের আত্মীক ও পারিপার্শ্বিক উন্নয়নের মাধ্যমে কাজে ফাকি দেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, যে জাতি বা দেশ কাজে ফাকি দেয়ার বিষয়টি পরিহার করতে সক্ষম হয়েছে তারাই আজ সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক স্বাবলম্বী, উন্নত ও শক্তিধর হিসেবে প্রতিষ্টিত হতে পেরেছে।  আমাদের বাংলাদেশে কর্মফাকি একটি ট্র্যাডিশন হয়ে দাড়িয়েছে। সমাজের সকল স্তরের সকল শ্রেণির  চাকরিজীবীগণ  নি:সংকোচে  নিজ নিজ পদের অনুকূলে অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করে তাদের  পেশাগত জীবন অতিবাহিত করে গেছেন। এর ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে বহাল তবিয়্যতে এবং এদের সংখ্যা বরাবরই ভয়ংকর বলে উল্লেখ করা যায়। তবে, সাম্প্রতিক সময়ে এদেশে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের বদৌলতে কাজে ফাকি দেয়ার বিষয়টি কিছু কিছু করে কমতে শুরু করেছে। কিন্তু এ সংখ্যা সত্যি তেমনভাবে উল্লেখ করার মত নয়।  কাজে ফাকি দেয়া, দায়িত্ব পালনে অনীহা এমনকি অপারগতা