amp

রাষ্ট্রনায়ক

-এস আই খান

জাপান পৃথিবীর অন্যতম উন্নত এবং ধনী রাষ্ট্র সেই জাপানের কুরিল নামের চারটি দ্বীপ আজো রাশিয়ার দখলে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হবার পর সেইসব দ্বীপ থেকে প্রায় ১৭ হাজার জাপানিজকে লাথি মেরে বের করে দেয় রাশিয়া মস্কো থেকে প্রায় সাড়ে চার হাজার মাইল দূরে অথচ জাপান থেকে মাত্র ৭ মাইলের মাথায় অবস্থিত দ্বীপ গুলুকে জাপান এখনো তাদের মালিকানা দাবী করে গত ৭০ বছর ধরে রাশিয়ার সাথে অনবরত দেন দরবার করেও পৃথিবী বিখ্যাত জাপান এক হাত জায়গা আজ পর্জন্ত তাদের দখলে নিতে পারেনি। যখনই চেস্টা করেছে, রাশিয়ান যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় এসে পেশী শক্তি দেখিয়েছে, দুএকবার গুলিও ছুড়েছে।

জাপানের প্রযুক্তিবিদ্যা আর ধনদৌলতের কাছে বাংলাদেশ কিছুই না, স্মল ফ্রাই অথচ এই বাংলাদেশ পৃথিবীর চার নম্বর পরাশক্তির কাছ থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল সমুদ্র দখল করে নিয়ে এসেছে ৬৮ বছরের ঝামেলা ছিটমহল বিনিময় করে পাশ্ববর্তি দেশের হাজার হাজার একর ভুমি নিজের দখলে এনেছে অন্যপাশের আরেক মিলিটারি শক্তি মায়ানমারের কাছে থেকেও হাজার মাইলের সমুদ্র সীমা নিজের দখলে নিয়ে ৪৩ বছর আগে স্বাধীন হওয়া একটি দেশের মানচিত্র পুরাই বদলে দিয়েছে

তার জন্য কোথাও একটি গুলি ছুড়তে হয়নি, কারো সাথে ঝগড়া করতে হয়নি, সামান্যতম কূটনৈতিক শিষ্টাচারও লঙ্ঘিত হয়নি

সবই সম্ভব হয়েছে দক্ষ নেত্রিত্বের গুনে, রাষ্ট্রনায়কোচিত সিধান্তের কারনে গত পঞ্ছাশ বছরের ইতিহাসে পৃথিবীতে আর কোন রাষ্ট্রনায়ক নেই যিনি তার দেশের মানচিত্র বদলে দিতে পেরেছেন তিনি আর কেউই নন। তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
শেখ হাসিনাই আমাদের চ্যাম্পিয়ন অফ দি আর্থ একমাত্র শেখ হাসিনাই পিছিয়ে পড়া এ ভূখণ্ডের উন্নতির সোপান। বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনাই এ দেশের সবেচেয়ে সফল রাষ্ট্রনায়ক

Comments

Popular posts from this blog

Chikungunya -Fact sheet

অসমাপ্ত কবিতা

সফল হতে নিজেকে নিচের ৯টি প্রশ্ন করতে পারেন, প্রতিদিন